লালমনিরহাট সদর থানায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রীর নামে মামলা হয়েছে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে বিএনপির এক পোলিং এজেন্টকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে এ মামলাটি করা হয়েছে। মামলাটি করেন খলিলুর রহমান নামে এক ব্যক্তি। সে সময় থানায় মামলা করতে গেলে পুলিশ গ্রহণ করেনি বলে জানান বাদী। ওসি মোহাম্মদ নুরনবী বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।