Web Analytics

ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন ও বিকৃত করার অপচেষ্টা অত্যন্ত নিন্দনীয়। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে একটি দলের ভূমিকা আড়াল করার চেষ্টা চলছে।

তিনি বলেন, গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী শক্তিগুলোর ঐক্য থাকা জরুরি, কারণ বিভক্তির ফলে দেশপ্রেমিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ড ঘটছে এবং অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। ইশরাক সরকারের প্রশাসনিক ব্যর্থতা ও নির্বাচন সংস্কারের অভাবের সমালোচনা করেন এবং অভিযোগ করেন যে সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠদের নিয়ে চলছে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ইশরাক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান এবং জানান, আগামী ২৫ ডিসেম্বর সারাদেশের নেতাকর্মীরা কোনো বাধা ছাড়াই একত্রিত হবেন।

Card image

Related Threads

logo
No data found yet!