উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের বিনা মূল্যে চিকিৎসা দিতে সব বেসরকারি হাসপাতালকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সোমবার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোনো রোগীকে ফেরানো যাবে না, প্রয়োজনে বার্ন ইউনিট বা ঢাকা মেডিকেলে পাঠাতে হবে।