Web Analytics

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মহান আল্লাহর অশেষ রহমতে আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ তথা বিএনপির ভূমিধস বিজয় হবে। বুধবার সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি গণসংযোগ ও পৃথক পথসভায় তিনি এ কথা বলেন। তিনি জানান, জনগণের বিপুল সমর্থন ও জাতীয় ঐক্যের মাধ্যমে বিএনপি এমন একটি সরকার গঠন করবে, যার মালিক হবে জনগণ।

সালাহউদ্দিন আহমদ বলেন, এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে এবং স্বাধীনভাবে ভোট দিতে পারবে। তিনি আহ্বান জানান, ভোটাররা যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করেন। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়বে যেখানে কেউ গুম হবে না এবং গণতন্ত্রের জন্য সংগ্রামকারীদের মর্যাদা দেওয়া হবে।

এ সময় জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরীসহ স্থানীয় নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেন।

Card image

Related Threads

logo
No data found yet!