Web Analytics

ভারতের শিলিগুড়ির হোটেল মালিকরা ঘোষণা দিয়েছেন যে তারা আর কোনো বাংলাদেশি নাগরিককে হোটেল ভাড়া দেবেন না। বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি জানিয়েছে, দেশের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনটি স্বীকার করেছে যে এতে ব্যবসায় কিছুটা ক্ষতি হতে পারে। খবরটি প্রকাশ করেছে টেলিগ্রাফ ইন্ডিয়া।

সমিতির যুগ্ম সম্পাদক উজ্বল ঘোষ জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরে তারা একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে তখন শিক্ষার্থী ও চিকিৎসার জন্য আসা বাংলাদেশিদের ক্ষেত্রে ছাড় ছিল। এবার সেই ছাড়ও তুলে নেওয়া হয়েছে। ঘোষ বলেন, বাংলাদেশে কথিত সহিংসতা ও ভারতবিরোধী বক্তব্যের কারণে তারা এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। সমিতির অধীনে থাকা ১৮০টি হোটেল এই নিষেধাজ্ঞা কঠোরভাবে মেনে চলবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভের পর স্থানীয় ভিসা অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিবছর বহু বাংলাদেশি শিক্ষা, চিকিৎসা ও পর্যটনের উদ্দেশ্যে শিলিগুড়ি ভ্রমণ করেন।

Card image

Related Threads

logo
No data found yet!