বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় সেনাবাহিনীর পৃথক অভিযানে যুবলীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার পরিচালিত এসব অভিযানে ইয়াবা, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং রোববার আদালতে হাজির করার পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, গৌরনদী অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কসবা এলাকা থেকে ৩৭ বছর বয়সী রায়হান ফকিরকে গ্রেপ্তার করেন। তিনি গৌরনদী পৌর যুবলীগের সদস্য। তার কাছ থেকে ১০৩ পিস ইয়াবা, ১৮০ রাউন্ড এয়ারগানের গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অপরদিকে আগৈলঝাড়ার রত্নপুর এলাকায় শনিবার রাতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ২২ বছর বয়সী মিরাজ হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে ৫৭ পিস ইয়াবা, প্রায় ১০০ গ্রাম গাঁজা, মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আগৈলঝাড়া থানার ওসি মাসুদ খান বিষয়টি নিশ্চিত করেন।
রোববার আদালতের আদেশে দুইজনকেই কারাগারে পাঠানো হয়েছে।