ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে পুশইন করা ২৩ বাংলাদেশির পরিচয় শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে রয়েছেন ৫ জন পুরুষ, ১২ জন নারী ও ৬ জন শিশু। রোববার দুপুরে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে শনিবার রাত ১টা ৩০ মিনিটে ভারতের চাপসার সীমান্ত দিয়ে ২৩ বাংলাদেশিকে পুশইন করে বিএসএফ। বিজিবির টহল দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে হরিপুর থানায় হস্তান্তর করে। আটকরা বলেছে, একটা সুতাও আনতে পারেনি। বিএসএফ বলেছিল, পিছনে তাকালেই গুলি করবে!