ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, কেবল বিচার ব্যবস্থা পরিবর্তনই নয়, দেশে চলা অপসংস্কৃতিও বন্ধ করতে হবে, শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ঢেলে সাজাতে হবে। সাদ্দাম বলেন, আছিয়া ঘরের লোকের দ্বারাই ধর্ষিত হয়েছে, তাকে নিরাপদ অবস্থান সমাজ দিতে পারেনি। আর ২০ সাল থেকে ২৪ পর্যন্ত ৬ হাজারের বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে। অধিকাংশ ধর্ষণের কোনো বিচার পাইনি। তিনি বলেন, আজ নারীরা মিছিল করে বলছে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। অথচ ১৫০০ বছর আগে ইসলাম বলে গেছে, ধর্ষকদের পাথর নিক্ষেপ করে হত্যা করার জন্য। একটি দল বলছে, দেশে নির্বাচিত সরকার নেই বলে এমন ঘটনা ঘটছে। আমরা দেখতে পাচ্ছি, সে দলের কর্মীদের মাধ্যমেই ধর্ষণের মতো ঘটনা ঘটছে।