এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রোববার নির্ধারিত সময়ে এনসিপির পক্ষ থেকে নিবন্ধনের শর্তের চেয়েও বেশি কাগজপত্রসহ নিবন্ধন আবেদন জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা আশাবাদী দ্রুত সময়ের মধ্যে এনসিপি নিবন্ধন পাবে। নাহিদ বলেন, দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ পেতে কোনো আইনগত বাধা নেই। নির্বাচন পরিচালনা বিধিমালায় নতুন প্রতীক হিসেবে যুক্ত হলে তা বিধিসম্মতভাবে এনসিপির জন্য বরাদ্দ হবে। আশা করছি শাপলা মার্কা নিয়ে আগামী দিনে নির্বাচনে অংশ নেব। নাহিদ জানান, জাতীয় প্রতীক কেবল শাপলা নয়। শাপলা, ধানের শীষ, তারকা–এগুলো মিলিয়ে জাতীয় প্রতীক। জাতীয় ফল হিসেবে কাঁঠাল একটি দলের মার্কা হিসেবে রয়েছে। নাগরিক ঐক্যের শাপলা চাওয়া প্রসঙ্গে বলেন, দলটি অলরেডি একটি প্রতীক পেয়েছে। ভবিষ্যতে এনসিপির চাওয়া প্রতীক অন্তর্ভুক্ত করে শাপলা প্রতীক দেওয়া হবে বলে আশাবাদ জানান!