এখন পর্যন্ত তদন্তে এস আলম গ্রুপের নামে শুধু দেশের ভেতরে ৬ হাজার ২৩১ বিঘা জমির সন্ধান পাওয়া গেছে। শুধু চট্টগ্রামেই পাওয়া গেছে ৫ হাজার বিঘা জমি। ঢাকা ও চট্টগ্রামে ১৭টি বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। সব মিলে এসব সম্পদের মূল্য গড় হিসাবে ৬৪ হাজার কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে এখন পর্যন্ত এস আলম গ্রুপের নামে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ২ লাখ কোটি টাকা লুট করার তথ্য পাওয়া গেছে। এর একটি অংশ বিদেশে পাচার করেছেন। কিছু অংশ শিল্পে বিনিয়োগ করেছেন। একটি অংশ জমিতে বিনিয়োগ করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী বাণিজ্যিকভাবে ঋণ নিয়ে সেই টাকা দিয়ে বাণিজ্যিকভাবে জমি কেনা যাবে না। এস আলম তা লঙ্ঘন করেছে। আর্থিক গোয়েন্দা বিভাগের সর্বশেষ তথ্যমতে, এস আলম গ্রুপের নামে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস, কানাডা ও মালয়েশিয়ায় সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। এস আলম গ্রুপের নামে কেনা বিভিন্ন কোম্পানির ২৫ হাজার ৩৬৬ কোটি টাকার শেয়ার জব্দ করা হয়েছে।