চট্টগ্রামে বৈষম্যবিরোধী নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় পালটাপালটি বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বৈষম্যবিরোধী নেতারা বিক্ষোভ মিছিল করেন। আর ছাত্রদল কর্নেল হাট এলাকায় বিক্ষোভ মিছিল করে। খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘যারা জুলাই আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিল, আজ তাদের বিরুদ্ধে দাঁড়াতে হচ্ছে। যে গুটিকয়েক সদস্য সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন, নয়তো আওয়ামী লীগ যে জায়গায় গেছে, আপনাদেরও সেই জায়গায় যেতে হবে।’ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ বলেন, ‘কলেজটির এডহক কমিটির অভ্যন্তরীণ দ্বন্ধকে রাজনৈতিক ট্যাগ দিয়ে ছাত্রদলকে দোষারোপ করে বৈষম্যবিরোধী সংগঠন ও ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে। এতে ছাত্রদলের কয়েকজন আহত হয়। উল্লেখ্য, মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে এক শিক্ষককে আসতে মানা করা নিয়ে ছাত্রদল, এ নিয়ে মারামারিতে বৈষম্যবিরোধীর দুইজন গুরুতর আহত হয়েছে!