Web Analytics

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ডাকসু নির্বাচনে বহুমুখী, অভ্যন্তরীণ ও বহিঃস্থ চ্যালেঞ্জ আছে। এই মুহূর্তে এমন কোনো বিশাল চাপ আমার ওপর আছে কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর আছে, সেটি আমরা বলছি না। তিনি বলেন, এই ধরনের কাজে চ্যালেঞ্জ থাকবে। এজন্যই প্রতিবছর ডাকসু নির্বাচন হয়নি। মূলত ব্যাপক ছাত্রদের মধ্যে যে সমর্থন আছে এবং পুরা দেশজুড়ে ডাকসুর ব্যাপারে যে গভীর আগ্রহ আছে, সেই সাহসকে কেন্দ্র করে মাঠে নেমেছি এবং আমরা অংশীজনদের সঙ্গে ব্যাপক কনসালটেশন করেছি। উপাচার্য বলেন, এখন সবার থেকে এই সহযোগিতা আমি পাচ্ছি কি পাচ্ছি না। কোন কোন ক্ষেত্রে আমার সহযোগিতা আরও বেশি দরকার। যেটাকে আমি প্রতীকী অর্থে বলেছি যে, আপনি আমার হাত ধরে আছেন কিনা। আমি কিছুই লুকাবো না। সবকিছু আমি পরিষ্কারভাবে সবাইকে জানিয়ে, পুরো জাতিকে সাথে নিয়ে এই উদ্যোগটাতে আমরা সর্বোচ্চ স্বচ্ছতার সাথে তথ্যের আদান-প্রদান করব। আরো বলেন, ব্যক্তিগতভাবে আমি বড় দায়িত্বের মুখোমুখি হয়ে পদ ছেড়ে পালিয়ে যাওয়ার মানুষ না। আমি যথাসময়ে আমার সিদ্ধান্ত নেবো। এই মুহূর্তে আমি আল্লাহর নামে এবং সবাইকে নিয়ে একটি বড় চ্যালেঞ্জ ইলেকশন কমিশনের সহযোগিতায় মোকাবেলা করছি।

Card image

Related Threads

logo
No data found yet!

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।