Web Analytics

আইসিসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণ সূচি ও গ্রুপ বিন্যাস। এবারের আসরে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ, সঙ্গে সহযোগী সদস্য নেপাল ও ইতালি। প্রতিটি গ্রুপের সেরা দুই দল কোয়ার্টার ফাইনালে উঠবে। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যে। একই দিনে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড এবং ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে টাইগাররা। অন্যান্য গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দল।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।