দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সোমবার সংগঠনের আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের সব পর্যায়ের নেতাকর্মীকে দলীয় সিদ্ধান্তের প্রতি নিঃশর্ত অনুগত থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত নিয়ে কারও মত থাকলে তা কেবল দলীয় ফোরাম বা দায়িত্বপ্রাপ্ত নেতাদের মাধ্যমে জানানো যাবে। কিন্তু রাজপথে প্রকাশ্যে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ বা প্রতিবাদ করলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে এবং বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নির্দেশনা দলের অভ্যন্তরীণ বিরোধ নিয়ন্ত্রণ ও ঐক্য রক্ষার প্রচেষ্টা। আসন্ন রাজনৈতিক কর্মসূচির আগে সংগঠনের বার্তা এক রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।