ঢাকা-২০ (ধামরাই) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মো. তমিজ উদ্দিনকে সবচেয়ে ধনী প্রার্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার হলফনামা অনুযায়ী, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে তার আমানত রয়েছে ৮৫ কোটি টাকার বেশি, নগদ প্রায় ১ কোটি ৪৯ লাখ টাকা এবং স্ত্রীর নামে আরও ৪৭ লাখ টাকার বেশি। তার স্থাবর সম্পত্তির পরিমাণ ৫ কোটি ৬০ লাখ টাকার বেশি, যার মধ্যে ধামরাই ও ঢাকায় একাধিক ভবন রয়েছে। ইসলামী ব্যাংকে তার প্রায় ৮৫ কোটি টাকার ঋণ রয়েছে এবং ব্যবসা থেকে বার্ষিক আয় ৪৮ লাখ টাকা। ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন ১৫টি মামলায় খালাস পেয়েছেন এবং বর্তমানে তার নামে চারটি ফৌজদারি মামলা রয়েছে।
অন্যদিকে, খেলাফত মজলিসের ‘দেয়ালঘড়ি’ প্রতীকের প্রার্থী মো. আশরাফ আলী সবচেয়ে কম সম্পদের মালিক। তার হলফনামা অনুযায়ী, প্রায় ২৬ লাখ টাকার অস্থাবর সম্পদ এবং প্রায় ৮৫ শতাংশ জমি রয়েছে। শিক্ষকতা থেকেই তার মূল আয়। গত ৩ জানুয়ারি ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঢাকা-২০ আসনের ছয়জন প্রার্থীর মনোনয়ন যাচাই শেষে সবাইকে বৈধ ঘোষণা করা হয়েছে।