Web Analytics

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (https://admission.jnu.ac.bd) এ লগইন করে নিজ নিজ ফলাফল দেখতে পারবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফল প্রকাশের পরবর্তী ধাপ হলো শিক্ষার্থীদের বিষয় পছন্দ (Subject Choice) প্রক্রিয়া সম্পন্ন করা। এ বিষয়ে বিস্তারিত তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে জানানো হবে। সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে এই ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত ৯ জানুয়ারি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছে নিয়মিত ওয়েবসাইট পরিদর্শন করে পরবর্তী ভর্তি কার্যক্রমের আপডেট জানতে।

Card image

Related Threads

logo
No data found yet!