বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন করেছে। অভিযোগে বলা হয়েছে, তারা ২২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৮৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন। বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, কামাল একজন সরকারি কর্মকর্তা হিসেবে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন এবং নয়টি ব্যাংক হিসাবে অর্থ লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিং কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
এর আগে, জুলাই অভ্যুত্থান-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত নভেম্বর মাসে কামালকে মৃত্যুদণ্ড দেন। নতুন এই দুর্নীতি মামলা তার বিরুদ্ধে আইনি চাপ আরও বাড়িয়ে তুলেছে।