Web Analytics

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের পর ঢাকায় দূতাবাস খোলার ঘোষণা দিয়েছে আজারবাইজান, যা দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় সূচিত করবে। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের দুই কন্যা লায়লা ও আরজু আলিয়েভা। বৈঠকে সংস্কৃতি, পরিবেশ ও জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়। প্রফেসর ইউনূস তাঁর বাকু সফর ও কোপ-২৯ সম্মেলনে প্রেসিডেন্ট আলিয়েভের সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করে বাণিজ্য, জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন। হেইদার আলিয়েভ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট লায়লা আলিয়েভা পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে যৌথ উদ্যোগের আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশে আজারবাইজানের অনাবাসিক রাষ্ট্রদূত এলচিন হুসেইনলি জানান, গত নভেম্বর মাসে প্রধান উপদেষ্টার অনুরোধের পর এই দূতাবাস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি দুই দেশের কূটনৈতিক ও মানবিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!