যশোরে সোমবার রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে অলিদ নামে এক যুবক খুন হয়েছে। আহত আরো ৪ জন। স্থানীয়রা জানান, রাতের বিরামপুর ব্রিজের উপর আপন, রাশেদুল ও শামীম বাজি ফোটাচ্ছিল। এসময় সেখান দিয়ে যাচ্ছিলো অলিদ, পিয়াল, আরিফ ও মেহেদী। তারা দাবি করে বাজি তাদের গায়ে পড়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। এসময় অলিদসহ অন্যরা আপন, রাশেদুল ও শামীমকে মারপিট ও ছুরিকাঘাত করে। আপনের পিতা রিপন আলী সেখানে গেলে তাকেও ছুরি মেরে আহত করে। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে অলিদ গুরুতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।