দিয়েগো মারাদোনার মৃত্যুর চার বছর পর তার চিকিৎসায় অবহেলার অভিযোগে সাতজন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে আগামী সপ্তাহে বিচার শুরু হতে যাচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে তারা আট থেকে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। মারাদোনা ২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ২০২১ সালে আর্জেন্টিনার পাবলিক প্রসিকিউটরের আহ্বানে গঠিত ২০ সদস্যের এক মেডিকেল প্যানেল জানিয়েছিল, ‘যথাযথ চিকিৎসা এবং একটি উপযুক্ত স্বাস্থ্যকেন্দ্রে থাকলে মারাদোনার বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকত। তবে অভিযুক্ত শারীরিক নয়, মানসিক চিকিৎসার দায়িত্বে ছিলেন বলে অভিযোগ খারিজ করে দেন বিবাদীর আইনজীবী।