নারায়ণগঞ্জের ফতুল্লায় দেশীয় অস্ত্র ও অবৈধ মাদকসহ কুখ্যাত ডাকাত মো. সাব্বিরকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। রোববার বিকেল ৩টা ২০ মিনিটে ফতুল্লা থানাধীন গোদারাঘাট হাজীর মাঠ এলাকা থেকে তাকে এবং তার দুই সহযোগীকে আটক করা হয়। র্যাব-১১ জানায়, গোপন তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি দল অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।
র্যাবের বরাতে জানা যায়, মো. সাব্বির একজন কুখ্যাত ডাকাত ও মাদক কারবারি। তার বিরুদ্ধে ডাকাতি, চুরি, ছিনতাই, মাদক ও হত্যাসহ বিভিন্ন থানায় মোট চারটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে ও তার সহযোগীরা ফতুল্লা ও আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই ও মাদক ব্যবসার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করছিল।
গ্রেপ্তারের পর আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১১।