বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তিন দিনের মধ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশ থেকে সব ধরনের ব্যানার ও পোস্টার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দলের চেয়ারপারসন সদ্য প্রয়াত খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে টানানো ব্যানার-পোস্টারগুলো আপাতত থাকবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের শীর্ষ নেতাদের নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত বাস্তবায়নের দিকনির্দেশনা দেওয়া হয়। রুহুল কবির রিজভী বলেন, ব্যানার-পোস্টার রাজনৈতিক মতপ্রকাশের মাধ্যম হলেও এগুলো শহরের সৌন্দর্য ও নান্দনিকতা নষ্ট করে। তাই কারও অধিকার বিঘ্নিত না করে এগুলো সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দায়িত্ব বণ্টন সম্পন্ন হয়েছে এবং সারা দেশে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই পরিষ্কার কার্যক্রম চলবে যতক্ষণ না সব ব্যানার-পোস্টার সরানো হয়, শোকের ব্যানার ছাড়া।