যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ‘শুল্ক চিঠি’ প্রকাশ করে বিশ্ব অর্থনীতিতে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করেছেন। ১ আগস্ট থেকে বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের ঘোষণা বাজারে বড় ধসের কারণ হয়েছে। ডাও জোন্স, নাসডাক ও এসঅ্যান্ডপি ৫০০ সূচকের পতন ছাড়াও টয়োটা, নিসান, হোন্ডা, এলজি ও এসকে টেলিকমের শেয়ারের দাম কয়েক শতাংশ কমে গেছে। শুল্কের প্রভাব যুক্তরাষ্ট্রের বন্ড বাজারেও পড়েছে এবং ডলারের মূল্য বাড়ায় অন্যান্য প্রধান মুদ্রাগুলো দুর্বল হয়ে পড়েছে। ট্রাম্প আরও সতর্ক করেছেন, ব্রিকস ঘনিষ্ঠ দেশগুলোর ওপর অতিরিক্ত ১০% শুল্ক আরোপ করা হতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, এই নতুন শুল্কনীতি শুধু বাণিজ্যের ওপর নয়, বৈশ্বিক অর্থনীতির ভারসাম্যেও বড় প্রভাব ফেলবে।