ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দায়িত্ব নেওয়ার দিন থেকেই তারা বিদায়ের প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার মিলনায়তনে আয়োজিত গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভায় তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।
খালিদ হোসেন বলেন, দেশে ক্ষমতায় বসলে চেয়ার আঁকড়ে রাখার প্রবণতা রয়েছে, তবে তারা শুরু থেকেই বিদায়ের প্রস্তুতি নিয়েছেন। তিনি জানান, অনেক উপদেষ্টা ইতোমধ্যে কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। তিনি বলেন, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবেন, তাদের হাতে ক্ষমতা হস্তান্তরে তারা মানসিকভাবে প্রস্তুত। ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক হবে বলেও তিনি মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ ও মনির হায়দার সভায় বক্তব্য দেন। তারা ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান এবং গণভোটে দ্বৈত ব্যালট ব্যবস্থার বিষয়টি ব্যাখ্যা করেন।