গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে এবং ৩৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রাম ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকা থেকে মারা গেছেন দুই রোগী। নতুন ভর্তি রোগীর মধ্যে বরিশাল ৮৬, চট্টগ্রাম ৫৪, ঢাকা (সিটি কর্পোরেশন বহির্ভূত) ৪৮, ঢাকা উত্তর ২৭, ঢাকা দক্ষিণ ৪৪, খুলনা ২৭, রাজশাহী ৩৮, ময়মনসিংহ ৩ ও রংপুর ৩ জন। চলতি বছরে মোট ১৫,২১০ জন হাসপাতালে ভর্তি এবং ৫৮ জনের মৃত্যু হয়েছে।