একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
ধর্মীয় অনুভূতির সুরক্ষা ও সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা দুটোই রাষ্ট্রকে নিশ্চিত করার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম। এক বিবৃতিতে বলেছে, অন্তর্বর্তী সরকারের কাছে আমরা রংপুরের গঙ্গাচড়ায় ফেসবুকে রাসূলের (সা.) নামে কটূক্তিকারী হিন্দু ব্যক্তি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলাকারী উভয়পক্ষের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে এর নেপথ্যে ভারতীয় সংশ্লিষ্টতা আছে কিনা তা খুঁজে বের করে যথাযথ পদক্ষেপ নিতে হবে সরকারকে। আরও বলেন, এর আগেও রংপুরে একাধিকবার এমন ঘটনা ঘটেছে। এসবের পিছনে আওয়ামী লীগের ইন্ধন ছিল বলেও সংগঠনটি জানায়। আরো বলে, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৯ জন হিন্দু যুবক গ্রেফতার হয়েছে। জমি-জমা সংক্রান্ত হানাহানির ঘটনাকেও কিছু মিডিয়ায় ‘সাম্প্রদায়িক’ হামলা হিসেবে দেখিয়ে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ও অপপ্রচার চালানো হয়েছিল। ফলে এ ধরনের ঘটনার সঙ্গে ভারত ও পতিত ফ্যাসিস্টদের সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনা অমূলক নয়।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।