'জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ ঘটেছে শুক্রবার। নাহিদ ইসলামকে এনসিপির আহ্বায়ক করে ১৫১টি পদের কমিটি গঠন করা হয়েছে। এতে মুনতাসির মামুন নামে একজনের এলজিবিটিকিউ সম্প্রদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংগঠনটিকে মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম নিজেদের সবার আগে মুসলিম বলে একে অনিচ্ছাকৃত ভুল বলে স্বীকার করেছেন। স্পষ্ট করে বলেন, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনও জায়গা পাবে না। মাহিন সরকার ফেসবুকে লিখেছেন, মুনতাসির ভাই আমাদের সেফ হোমের ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু উনার এমন কর্মকাণ্ড সম্পর্কে অবগত নই। আল্লাহর কসম! বঙ্গদেশে আমরা সমকামিতাকে চাই না।