পেরুর উকায়ালি অঞ্চলের গভীর অ্যামাজন অরণ্যে কাকাতাইবো আদিবাসী গার্ড সদস্যরা নিজেদের পূর্বপুরুষের ভূমি রক্ষায় টহল দিচ্ছেন। তাদের লক্ষ্য অবৈধ কোকা চাষ শনাক্ত করা, যা কোকেইন উৎপাদনের মূল উৎস এবং বন ও জীবনের জন্য হুমকি। একইভাবে, উত্তর অ্যামাজনের ওয়ামপিস আদিবাসীরা ২০২৪ সালে ‘চারিপ’ নামে একটি স্বেচ্ছাসেবক দল গঠন করে অবৈধ স্বর্ণখনন ও বন উজাড় ঠেকানোর উদ্যোগ নেয়। সরকারি সহায়তা না থাকলেও তারা দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্যদের আটক ও অবৈধ খননযন্ত্র ধ্বংস করে সাফল্য অর্জন করেছে। তবে পারিশ্রমিক না পাওয়ায় সদস্যসংখ্যা কমে গেছে এবং যারা রয়ে গেছেন তারা জীবন ঝুঁকি নিয়ে পাহারা দিচ্ছেন। পেরু বিশ্বের দ্বিতীয় বৃহৎ কোকেইন উৎপাদনকারী দেশ, যেখানে ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে কোকা চাষ দ্বিগুণ হয়েছে। এই অবৈধ কার্যক্রমে বন উজাড়, দুর্নীতি ও সহিংসতা বেড়েছে, এবং অন্তত ২০ জন আদিবাসী নেতা নিহত হয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।