Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করা একটি AI জেনারেটেড ভিডিও ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ট্রুথ সোশ্যালে প্রকাশিত ওই ভিডিওতে ট্রাম্পকে মুকুট পরা অবস্থায় ‘কিং ট্রাম্প’ লেখা একটি ব্যক্তিগত জেটে উড়তে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, সেই জেট থেকে প্রতিবাদকারীদের ওপর বাদামী মলসদৃশ তরল ফেলা হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে বাজছে কেনি লগিনসের জনপ্রিয় গান ‘ডেঞ্জার জোন’। ভিডিওটি প্রকাশিত হয় ‘নো কিংস’ শিরোনামের দেশব্যাপী বিক্ষোভের দিন, যেখানে হাজারো মানুষ রাজতন্ত্রবিরোধী স্লোগান দেন এবং বলেন, “আমি কোনো রাজার আনুগত্যের শপথ করি না।” একই রাতে হোয়াইট হাউসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মুকুট পরিহিত এআই-নির্মিত একটি ছবি পোস্ট করা হয়, ক্যাপশন দেওয়া হয়— “সকলকে শুভ রাত্রি।” সমালোচকেরা একে বিভাজনমূলক ও অশোভন বললেও, হোয়াইট হাউস মুখপাত্র সংক্ষেপে মন্তব্য করেন, “কে পরোয়া করে?”

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।