লেবাননের দক্ষিণাঞ্চলের সিডন জেলায় ইসরাইলি ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন। সোমবার আকতনিত–কুনেইত্রা সড়কে একটি গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে। সংস্থাটি ঘটনাটিকে ইসরাইল-লেবানন যুদ্ধবিরতি চুক্তির নতুন লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। ইসরাইলের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ লেবাননে উত্তেজনা বেড়েই চলেছে। স্থানীয় সূত্রের দাবি, ইসরাইল প্রায় প্রতিদিনই লেবাননের ভেতরে বিমান হামলা চালাচ্ছে। ইসরাইল বলছে, এসব হামলা হিজবুল্লাহর সদস্য ও অবকাঠামো লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। ২০২৪ সালের নভেম্বরে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে দীর্ঘ সংঘর্ষের পর দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছায়, যেখানে ৪ হাজারের বেশি মানুষ নিহত ও প্রায় ১৭ হাজার আহত হয়েছিলেন।
যুদ্ধবিরতি অনুযায়ী জানুয়ারিতে ইসরাইলের সেনা দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহারের কথা থাকলেও তারা এখনো পাঁচটি সীমান্ত চৌকিতে অবস্থান করছে। এতে লেবানন সরকার ও আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে যে, সীমান্তে নতুন করে সংঘাত শুরু হতে পারে।