শনিবার এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ওসমান শরীফ হাদীকে দেখতে শহীদ নূর হোসেনের পুনর্জন্মের মতো লাগে—তাদের সাদৃশ্য বিস্ময়কর। তিনি বলেন, কেবল একটি জিনিসের অভাব রয়েছে, আর তা হলো কণ্ঠস্বর। আমরা জানি হাদীর বক্তব্যের ধরণ—তিনি একের পর এক যুক্তি অনায়াসে ভেঙে দেন।