অযোধ্যায় ভেঙে ফেলা বাবরি মসজিদের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানকে ঘিরে পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। শনিবার মুর্শিদাবাদের রেজিনগরে তৃণমূল থেকে সাময়িক বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীরের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিনি বলেন, মসজিদ নির্মাণ সাংবিধানিক অধিকার এবং এটি ১৯৯২ সালের ধ্বংসের ক্ষত মুছতে মানসিক পুনরুদ্ধারের অংশ। প্রায় ৪০০ মানুষের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়।
তৃণমূল কংগ্রেস এই কর্মসূচি থেকে দূরত্ব বজায় রাখে। দলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, ব্যক্তিগত জমিতে ধর্মীয় স্থাপনা নির্মাণের অধিকার থাকলেও রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় আবেগ ব্যবহার করা অনুচিত। অপরদিকে বিজেপি এই উদ্যোগকে ভোটব্যাঙ্ক রাজনীতির অংশ বলে অভিযোগ করেছে। দলের নেতা অমিত মালব্য ও দিলীপ ঘোষ দাবি করেন, তৃণমূল ২০২৬ সালের নির্বাচনের আগে সাম্প্রদায়িক পরিবেশ উত্তপ্ত করছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে সতর্ক করে বলেন, বিভেদের রাজনীতি রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে এবং বাংলার মাটি কখনও সাম্প্রদায়িকতার কাছে মাথা নত করবে না।