শুক্রবার সকাল সাড়ে নয়টায় কুমিল্লার চান্দিনায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে ‘ডেনিম প্রসেসিং প্লান্ট’ নামে গার্মেন্টস শ্রমিকরা। প্রায় ১ ঘণ্টা অবরোধের কারণে মহাসড়ক জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। পরে পৌঁনে ১১টায় প্রশাসন ও উপজেলা বিএনপির নেতা-কর্মীদের আশ্বাসে সড়ক থেকে সরে যায় শ্রমিকরা। শ্রমিকরা জানায়, ২ মাসের বেতন দিচ্ছে না মালিকপক্ষ। কারও ৩০ হাজার, কারও ৪০ হাজার টাকা বকেয়া রয়েছে। এ মাসে মাত্র ৬ হাজার টাকা বেতন দেওয়া হয়েছে। উপজেলা বিএনপি আহবায়ক মো. আতিকুল আলম শাওন জানান, তুচ্ছ বিষয়ে মহাসড়ক অবরোধ করা একটি অভ্যাসে পরিণত হয়েছে। বকেয়া পরিশোধের আশ্বাস দেওয়াতে অবরোধ ছেড়েছে।