কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ স্টেশনারি অফিস (বিএসও)-এর মাধ্যমে নির্বাচন কমিশনে (ইসি) ৯১৪ টন কাগজ সরবরাহ করেছে। ১১ কোটি টাকার বেশি মূল্যের এই কাগজ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ও অন্যান্য কাজে ব্যবহৃত হবে। কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ রোববার, ১১ জানুয়ারি ২০২৬ তারিখে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ১৫ জানুয়ারির মধ্যে সরবরাহের কথা থাকলেও কেপিএম ১১ জানুয়ারির মধ্যেই তা সম্পন্ন করেছে।
কেপিএম জানায়, নির্বাচনের জন্য ব্রাউন, সবুজ ও গোলাপি রঙের কাগজের চাহিদাপত্র দেওয়া হয়েছিল। রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত এই রাষ্ট্রায়ত্ত কাগজকল ২০২৫–২০২৬ অর্থবছরে সাড়ে ৩ হাজার টন কাগজ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে। নির্বাচন কমিশনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়সহ ১১টি প্রতিষ্ঠানে আরও ১২০০ টন কাগজ সরবরাহের পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর অধীনে পরিচালিত কেপিএম দক্ষিণ এশিয়ার বৃহত্তম কাগজকলগুলোর একটি এবং ১১ জানুয়ারি পর্যন্ত ১৯ হাজার ৩০ টন কাগজ উৎপাদন করেছে।