Web Analytics

জাগপা সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান ভারতীয় আধিপত্য ও বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের অভিযোগে এক ব্যতিক্রমী ব্যক্তিগত কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি আগামী ২১ ডিসেম্বর রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোড থেকে গুলশানে অবস্থিত ভারতীয় দূতাবাস পর্যন্ত একা পায়ে হেঁটে যাবেন। প্রায় আট কিলোমিটার দীর্ঘ এই পদযাত্রায় তিনি কালো গোলাপ বহন করবেন, যা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে ব্যবহৃত হবে।

শনিবার সন্ধ্যায় প্রকাশিত এক ভিডিও বার্তায় রাশেদ প্রধান জানান, এই কর্মসূচি কোনো দলীয় নয়, বরং সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি বলেন, পূর্বে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দিতে গেলে পুলিশি বাধার মুখে পড়তে হয়েছিল, তাই এবার একাই শান্তিপূর্ণভাবে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, এই পদযাত্রায় বাধা দিলে সেটি তার গ্রেফতার হিসেবে গণ্য হবে।

৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে এই কর্মসূচি নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Card image

Related Threads

logo
No data found yet!