Web Analytics

রোববার, ১১ জানুয়ারি ২০২৬ তারিখে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন-পরবর্তী তিনটি অগ্রাধিকারমূলক কাজের পরিকল্পনা তুলে ধরেন। আকি আবে ‘ইনকারেজমেন্ট অব সোশ্যাল কন্ট্রিবিউশন’ ফাউন্ডেশনের প্রতিনিধি দলের নেতৃত্বে বাংলাদেশ সফর করছেন। বৈঠকের তথ্য ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের জানান।

ব্রিফিংয়ে জানানো হয়, ড. ইউনূস প্রথমত ডিজিটাল স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করবেন, যাতে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ে এবং প্রবাসী বাংলাদেশিরা পরিবারের স্বাস্থ্যতথ্য জানতে পারেন। দ্বিতীয়ত, তরুণ উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির কার্যক্রম অব্যাহত থাকবে। তৃতীয়ত, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সংশ্লিষ্ট কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন তিনি।

উপ-প্রেস সচিব আরও জানান, আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে ড. ইউনূস জাপান সফরে যাবেন, যেখানে সামুদ্রিক গবেষণা ও ওশান রিসার্চে সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা হবে।

Card image

Related Threads

logo
No data found yet!