Web Analytics

হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে পশ্চিম তীরের জেনিন, নুর শামস ও তুলকারেম শরণার্থী শিবিরে ইসরাইলি অভিযানের ফলে প্রায় ৩২ হাজার ফিলিস্তিনি জোরপূর্বক উচ্ছেদ হয়েছেন। ১৯৬৭ সালের পর এটি পশ্চিম তীরে সবচেয়ে বড় গণউচ্ছেদ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরুর পর থেকে পশ্চিম তীরেও সহিংসতা বেড়েছে, যেখানে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, নভেম্বরের শুরুতে সি অঞ্চলে বাড়িঘর ভাঙার ঘটনায় আরও এক হাজারের বেশি এবং পূর্ব জেরুজালেমে পাঁচ শতাধিক মানুষ গৃহহীন হয়েছেন। ইসরাইল অনুমতি না থাকার অজুহাতে এসব ঘরবাড়ি ভেঙে দিয়েছে, যদিও ফিলিস্তিনিদের জন্য অনুমতি পাওয়া প্রায় অসম্ভব। মানবাধিকার সংগঠনগুলো এসব ঘটনার তদন্ত ও দায়ীদের জবাবদিহির আহ্বান জানিয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।