পশ্চিমবঙ্গের গোলপোখর থানার পুলিশ বৃহস্পতিবার দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে। তারা হলেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মোহাম্মদ মুসা ও কৃষ্ণ চন্দ্র রায়। তাদের মধ্যে মুসা পুলিশ হেফাজতে মারধরের শিকার হয়ে শিলিগুড়ি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তারা অবৈধ পথে ভারতে গিয়েছিলেন শ্রমিকের কাজ করতে। বাড়িতে ফেরার পথে ২ জন আটক হয়েছেন, বাকি ৯ জন পালিয়ে গেছেন।