ইনোভিশন কনসাল্টিংয়ের জরিপ বলছে, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৩ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে চায়। আর জামায়াতের পক্ষে ৩০ শতাংশের বেশি ভোটার। আওয়ামী লীগকে ১৮ দশমিক ৮০ শতাংশ মানুষ ভোট দিতে চায়। যা আগের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি। আর এনসিপিকে ভোট দিতে চান ৪ দশমিক এক শতাংশ ভোটার। ভোটার বিবেচনায় ছয়টি বিভাগে বিএনপি এগিয়ে রয়েছে। জামায়াত শুধুমাত্র রংপুর বিভাগে এগিয়ে আছে। এছাড়া, বরিশালে এগিয়ে আওয়ামী লীগ। এবারের নির্বাচনে প্রতীক নয়, প্রার্থী বিবেচনায় ভোট দিতে চান ভোটাররা। জামায়াতের স্থানীয় রাজনৈতিক কার্যক্রমে সন্তুষ্ট ভোটাররা। তবে তাদের একটি অংশ কোন দলকে ভোট দেবেন, সেই সিদ্ধান্ত এখনও নেননি। সারাদেশের মোট ১০ হাজার ৪১৩ জনের তথ্যের ভিত্তিতে এই জরিপের ফলাফল নির্ধারিত হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।