তাইওয়ানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঁসোয়া উ সম্প্রতি গোপনে ইসরাইল সফর করেছেন বলে রয়টার্সকে জানিয়েছে তিনটি সূত্র। চলতি মাসেই এই সফর হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বেইজিংয়ের চাপের কারণে তাইওয়ানের সঙ্গে অনেক দেশের কূটনৈতিক সম্পর্ক গোপন থাকে, এবং ইসরাইলের মতো দেশে তাইওয়ানের উচ্চপর্যায়ের কূটনীতিকদের সফর অত্যন্ত বিরল। ইসরাইল আনুষ্ঠানিকভাবে বেইজিংকেই স্বীকৃতি দেয়, তাইপেইকে নয়।
সফরে কার সঙ্গে বৈঠক হয়েছে বা কী আলোচনা হয়েছে তা প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, তাইওয়ানের নতুন বহুস্তর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ‘টি-ডোম’ নিয়ে আলোচনা হতে পারে, যা আংশিকভাবে ইসরাইলের ‘আয়রন ডোম’-এর আদলে তৈরি হচ্ছে। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় সফরটি নিশ্চিত বা অস্বীকার না করে জানিয়েছে, দুই দেশ গণতন্ত্র ও স্বাধীনতার মূল্যবোধ ভাগাভাগি করে এবং বাণিজ্য, প্রযুক্তি ও সংস্কৃতিতে সহযোগিতা অব্যাহত রাখবে।
এই সফর তাইপেইয়ের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে, বিশেষ করে চীন-তাইওয়ান উত্তেজনা এবং গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরাইলের প্রতি তাইওয়ানের সমর্থনের ধারাবাহিকতার মধ্যে।