Web Analytics

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল-মালিক বদরুদ্দিন আল-হুথি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের মিত্ররা গত ২০ বছরে মুসলিম দেশগুলোতে প্রায় ৩০ লাখ নিরপরাধ মানুষকে হত্যা করেছে। ইয়েমেনের শহীদ স্মরণ সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি বলেন, এসব হত্যাকাণ্ডের মাধ্যমে পশ্চিমা শক্তিগুলো মুসলিম জাতিগুলোকে দাসে পরিণত করার চেষ্টা করছে। আল-হুথির দাবি, আমেরিকানরাই স্বীকার করেছে যে অধিকাংশ নিহত মানুষ ইসলামী উম্মাহর অংশ। তিনি গাজায় ইসরাইলের অবরোধ ও ক্ষুধার কৌশলকেও মানবতাবিরোধী বলে উল্লেখ করেন। তার মতে, শাহাদাত মুসলিম জাতির জন্য গর্ব ও সুরক্ষার প্রতীক। আল-হুথি বলেন, পশ্চিমা শক্তিগুলো মুসলমানদের মানসিকভাবে দুর্বল ও বিভ্রান্ত করার সর্বোচ্চ চেষ্টা করছে, যাতে তারা সহজে নিয়ন্ত্রণে আসে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।