Web Analytics

বাংলাদেশের সুপ্রিম কোর্টে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে চূড়ান্ত আপিলের তৃতীয় দিনের শুনানি চলছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। এর আগে বুধবার বদিউল আলম মজুমদারের পক্ষের আইনজীবীরা ১৪তম জাতীয় নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার কার্যকর করার আবেদন শেষে যুক্তি উপস্থাপন শেষ করেন। শুনানিকালে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, এ ব্যবস্থা ফিরলে সংসদের ক্ষমতা ক্ষুণ্ণ হবে কিনা। রিটকারী আইনজীবীরা বলেন, রায়ের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সংজ্ঞা ও নির্বাচনের প্রেক্ষাপটে বিষয়টি স্পষ্ট করা জরুরি। গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করে আপিলের অনুমতি দেয় আদালত। ১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থা প্রবর্তিত হয় এবং ২০০৪ সালে হাইকোর্ট তা বৈধ ঘোষণা করে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।