জুলাই-আগস্ট বিপ্লবে সিলেট বিভাগের শহিদদের নামের তালিকা জায়গা পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের প্রকাশিত ডায়েরিতে। ডায়েরিতে ১১৮ থেকে ১২০তম পাতায় শহিদদের নাম অন্তর্ভুক্ত করা হয়। এতে সিলেটের তিন জেলার মোট ৩৩ শহিদের নাম প্রকাশ করা হয়। শহিদের তালিকা প্রকাশের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে জুলাই-আগস্ট বিপ্লব সম্পর্কে সচেতন করবে এবং দেশের গণতান্ত্রিক চেতনায় অনুপ্রাণিত করবে।