Web Analytics

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ডিজিএফটি থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশের চারটি পণ্যের ওপর ভারত স্থলপথে আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছে। সেগুলো হলো পাট ও পাটজাতীয় পণ্যের কাপড়, পাটের রশি, পাটজাতীয় পণ্য দিয়ে তৈরি রশি এবং পাটের বস্তা। সোমবারের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। নতুন এ বিধিনিষেধের ফলে এসব পণ্য ভারতে রপ্তানি করতে হলে সমুদ্রপথে মুম্বাইয়ের নভসেবা বন্দর দিয়ে এসব পণ্য পাঠাতে হবে। জানা যায়, বাংলাদেশ থেকে এসব পণ্য যে পরিমাণ ভারতে রপ্তানি হয়, তার ১ শতাংশের কাছাকাছি যায় সমুদ্রপথে। বাকিটা স্থলপথে রপ্তানি হয়। এর আগেও একদফা পাটপণ্য স্থলপথে আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত।

Card image

Related Threads

logo
No data found yet!

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।