Web Analytics

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, ট্রান্সফর্মার মেরামত ও সঞ্চালন লাইন উন্নয়নের জন্য আগামী শনিবার ১৭ জানুয়ারি ২০২৬ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শেখঘাট, শুভেচ্ছা আবাসিক এলাকা, সূর্যের হাসি ক্লিনিক, জিতু মিয়ার পয়েন্ট, তালতলা ভিআইপি রোড, পার্ক ভিউ হাসপাতাল, হিলটাউন আবাসিক হোটেল, তেলি হাওর, কাজিরবাজার, কোর্ট পয়েন্ট, সুরমা মার্কেট, মির্জাজাঙ্গাল, তোপখানা, কোতোয়ালি থানা, সার্কিট হাউজ, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়সহ আশপাশের এলাকাগুলো এতে প্রভাবিত হবে।

বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে জানান, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

এই রক্ষণাবেক্ষণ কার্যক্রমের মাধ্যমে সিলেটের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার মানোন্নয়ন ও ভবিষ্যতে বিঘ্ন কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!