একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে গান বাজানো নিয়ে হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঘটা ঘটনায় হামলায় এক ব্যক্তি মারা গেছে। নিহত ব্যক্তির নাম কামাল ব্যাপারী (৪৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকপুর গ্রামের কামাল ব্যাপারীর ভাতিজা সুমন ব্যাপারীর বিয়ের আয়োজন চলছিল। বিয়ে উপলক্ষে বাড়িতে গান বাজানো হচ্ছিল। এ সময় প্রতিবেশী সামসুল ব্যাপারী, শাহজাহান ব্যাপারী ও শাহাদত ব্যাপারী বিয়ে বাড়িতে এসে গান বাজানোকে কেন্দ্র করে হৈ চৈ শুরু করেন। এ সময় কামাল ব্যাপারীর সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই তিনজন কামাল ব্যাপারীর ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ লাশ উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছে, মামলা প্রক্রিয়াধীন!
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।