বাংলাদেশ ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের শেয়ারের মূল্য শূন্য ঘোষণা করার নির্দেশ দিয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংককে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, ব্যাংকগুলোর নিট সম্পদমূল্য ঋণাত্মক হওয়ায় তাদের পরিশোধিত মূলধন শূন্য করতে হবে। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, এ নির্দেশ কার্যকর করতে কোনো স্টক এক্সচেঞ্জ বা রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজের অনুমতি প্রয়োজন নেই। গভর্নর আহসান এইচ মনসুর পূর্বে বলেন, নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-তে পুরনো শেয়ারহোল্ডারদের কোনো অংশীদারিত্ব থাকবে না, কারণ প্রতি শেয়ারের নিট সম্পদমূল্য ৩৫০ থেকে ৪২০ টাকা পর্যন্ত ঋণাত্মক হয়েছে।
এই সিদ্ধান্তে শেয়ারহোল্ডাররা শত শত কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন। ইতোমধ্যে এসব ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত রয়েছে এবং নতুন রাষ্ট্রায়ত্ত শরিয়াহভিত্তিক ব্যাংকটি কার্যক্রম শুরু করেছে।