Web Analytics

বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস ২০২৫ উপলক্ষে শনিবার সন্ধ্যায় গুলশানের পুরাতন ইন্ডিয়া হাউজে আয়োজিত অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, ভারত সবসময় বাংলাদেশকে আপন মনে করে। তিনি উল্লেখ করেন, দুই দেশের সম্পর্ক আত্মিক এবং বিশ্বের অন্যতম অনন্য বন্ধুত্বের উদাহরণ।

ভার্মা বলেন, স্বাধীনতা যুদ্ধে ভারত বাংলাদেশের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরও জানান, বাংলাদেশের সঙ্গে মৈত্রীর ক্ষেত্রে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং বাংলাদেশের জনগণের সমৃদ্ধির পথে একসঙ্গে এগিয়ে যেতে চায়।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, কূটনীতিক, রাজনীতিক, সামরিক কর্মকর্তা, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন। ভারত ও বাংলাদেশের শিল্পীদের দেশাত্মবোধক পরিবেশনা এবং ‘নৈঃশব্দ ৭১’ নাটক প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

Card image

Related Threads

logo
No data found yet!