ঢাকার অপরাধ ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের অভিযোগে বিচার শুরুর আদেশ দিয়েছে। চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল অভিযোগ পাঠ করে শুনানির পর ২১ জানুয়ারি সূচনা বক্তব্যের দিন নির্ধারণ করেন। ১০ জন আসামি কারাগারে থাকলেও শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সাতজন পলাতক রয়েছেন।
আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ খারিজের আবেদন জানিয়ে তাদের মক্কেলদের নির্দোষ দাবি করেন। প্রসিকিউটর গাজী এমএইচ তামীম অভিযোগ গঠন করে বিচার শুরুর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। আদালতে উপস্থিত আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।
রাজনৈতিক পরিবর্তনের পর এই মামলার বিচার শুরু বাংলাদেশের সামরিক-বেসামরিক সম্পর্ক ও রাষ্ট্রীয় জবাবদিহিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, মামলার অগ্রগতি দেশের বিচারব্যবস্থার স্বাধীনতা ও রাজনৈতিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে।