জাকসুর নবনির্বাচিত সকল প্রতিনিধিকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে ডাকসু। শনিবার ডাকসু ভিপি মো. আবু সাদিক কায়েম এক বিজ্ঞপ্তিতে বলেন, জুলাই বিপ্লবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অসীম সাহস ও আত্মত্যাগের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করেছে। জুলাই বিপ্লবের আকাঙ্খার আলোকে আমরা বিশ্বাস করি, নবনির্বাচিত জাকসু নেতৃত্ব গণতন্ত্র ও ইনসাফের পথে অবিচল থাকবে। আরও বলা হয়, আমরা প্রত্যাশা করি নবনির্বাচিত জাকসু নেতৃবৃন্দ শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ, শিক্ষার্থীদের অধিকার আদায়, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নতুন প্রজন্মের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহসী ভূমিকা পালন করবেন। আমাদের লক্ষ্য অভিন্ন। জুলাইয়ের শহীদদের আকাঙ্খার আলোকে একটি ইনসাফভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।